Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

মামলার আবেদন করার নিয়ম


মামলার আবেদন

২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।

৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।

৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।

৫। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে।

৬। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে।

৭। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে।

৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।

৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।

১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।

১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।

১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)


একটি মামলার আবেদনের নমুনা দেওয়া হলোঃ-


ফরম-১

[ বিধি ৩ দ্রষ্টব্য]


১। আবেদনকারীর নাম : মোছাঃ নাজিরা বেগম

২। আবেদনকারীর পিতার নাম : মোঃ শফির উদ্দিন

৩। আবেদনকারীর মাতার নাম : মোছাঃ মর্জিনা বেগম

৪। আবেদনকারীর স্বামী/স্ত্রীর নাম: মৃত সেরেকুল ইসলাম

৫। আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নং:

৬। প্রতিবাদীর নাম: মোঃ সাহাবুল আলম

৭। প্রতিবাদীর পিতা/স্বামীর নাম: মৃত নাসির উদ্দিন

৮। প্রতিবাদীর মাতার নাম: মোছাঃ সাহারা বিবি

৯। স্বাক্ষীর নাম: ১। মোঃ তহিদুল ইসলাম

১০। স্বাক্ষীর পিতার নাম: মৃত জাহান আলী বিশ্বাস

১১। স্বাক্ষীর মাতার নাম:

১২। স্বাক্ষীর স্বামী/স্ত্রীর নাম:

১৩। স্বাক্ষীর জাতীয় পরিচয় পত্র নং:

১৪। ইউনিয়নের নাম: খট্টামাধবপাড়া

১৫। বিরোধীয় বিষয়: মেরে বাড়ি থেকে বের করে দেওয়া সংক্রান্ত

১৬। প্রার্থিত প্রতিকার: যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি নিন্ম স্বাক্ষরকারী একজন সহজ সরল অসহায় বিধবা নারী। আনুমানিক ৯ বছর পূর্বে আমার স্বামী মারা গেছে। ২ সন্তান শশুরসহ আমি কাটলা বাজারে বসবাস করতাম। মাঝে মাঝে গোবিন্দপুরের আমার শশুরের বাড়িতে থাকতাম। শশুর আনুমানিক ৩ বছর পূর্বে মারা গেছে। শশুরের বাড়িটি আমার স্বামী ও প্রতিবাদীর তারা দুইভাই একই বাড়িতে বসবাস করতো। গত ০৯/০৪/২০২৫ ইং তারিখ আমি উক্ত বাড়িতে আসলে প্রতিবাদী আমাকে মারধর করে বাড়িতে ঢুকতে দেয়নি । যাহা আমার উল্লেখিত স্বাক্ষীগণ দেখেছে। আমাকে বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করেছে। আমি বিধবা অসহায় নারী জীবিকা নির্বাহের তাগিদে আমি কাটলা বাজারের বাড়িতে থাকি কিন্তু আমার শশূর বাড়িতে তো আসতে হয়। প্রতিবাদী আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি কোন উপায় না পেয়ে আপনার গ্রাম আদালতের সরনাপন্ন হলাম ।




(আবেদনকারীর স্বাক্ষর/টিপসহি)

[প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা যাইবে।]